Published On: Mon, Jul 22nd, 2013

আবার একসঙ্গে একই ছবিতে অভিনয় করবেন শাহরুখ এবং সালমান!!!

Share This
Tags

Shahrukh-Khan-and-Salman-Khanবলিউডে সালমান খান ও শাহরুখ খানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সুস্পষ্ট। পারতপক্ষে কোথাও তাঁরা পরস্পরের ছায়াও মাড়ান না। কিন্তু গতকাল রোববার সন্ধ্যার পর ভারতের রাজনীতিবিদ বাবা সিদ্দিক আয়োজিত ইফতার অনুষ্ঠানে একসঙ্গে ইফতার করেছেন বলিউডের দুই যুযুধান খান শাহরুখ-সালমান।

দীর্ঘদিনের বিবাদ ভুলে সমঝোতার উদ্যোগটা প্রথম অবশ্য সালমানই নিয়েছেন। ইফতার অনুষ্ঠানে শাহরুখকে দেখে এগিয়ে গিয়ে তাঁর কাঁধে হাত রাখেন সালমান। পুরোনো বন্ধুর উষ্ণ ছোঁয়া পেয়ে গলে যান শাহরুখ। এরপর পরস্পরকে আলিঙ্গন করেন তাঁরা।

তাঁদের হূদ্যতার খবর জানার পর আশায় বুক বেঁধেছেন এই দুই তারকার অগণিত ভক্ত। সেদিন হয়তো খুব দূরে নয় যখন আবার একসঙ্গে একই ছবিতে অভিনয় করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করবেন শাহরুখ এবং সালমান।

Leave a comment

You must be Logged in to post comment.