আপাতত বাবা-মা হচ্ছেন না কারিনা ও সাইফ আলী খান
গত বছরের ১৬ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট নবাব সাইফ আলী খান ও কারিনা কাপুর। এরপর ইউরোপের বিভিন্ন দেশে নিজেদের হানিমুনও সেরেছেন তারা। এদিকে ইতিমধ্যে আবারও নিজেদের ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সাইফ ও কারিনা। এই দুই তারকার বিয়ের পর মিডিয়ার আগ্রহ ছিল কারিনার মা হওয়ার বিষয়টি নিয়ে। বেশ কয়েকবারই বিষয়টি নিয়ে কারিনাকে প্রশ্ন করা হলেও তিনি তা এড়িয়ে গেছেন। তবে আগে থেকেই মনে মনে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন কারিনা ও সাইফ। সেই সিদ্ধান্তের কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ অভিনেত্রী। এ সিদ্ধান্ত অনুযায়ী আপাতত বাবা-মা হচ্ছেন না তারা। এই সময় দুজনই নিজেদের কাজ নিয়ে যারপরনাই ব্যস্ত সময় পার করছেন। তাই সন্তান নিতে আগ্রহী নন সাইফ ও কারিনা। এটি শুধু কারিনারই নয়, সাইফেরও সিদ্ধান্ত। অন্তত তাই আগামী এক বছরের মধ্যে মা হচ্ছেন না কারিনা।