Published On: Mon, Sep 2nd, 2013

আনোয়ার হোসেনের পাশে দাড়ালেন সুচন্দা, ববিতা ও চম্পা

Share This
Tags

picমুকুটহীন সম্রাট, চলচ্চিত্র অঙ্গনের প্রিয় মুখ, সকলের অত্যন্ত হৃদয়ের মানুষ আনোয়ার হোসেন। গত চার যুগ ধরে চলচ্চিত্র অঙ্গনে দাপটের সঙ্গে অভিনয় করছেন এবং জাতীয় চলচ্চিত্রসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন।বাংলা চলচ্চিত্রের নবাব সিরাজউদ্দৌলা খ্যাত কিংবদন্তি এই অভিনেতা এখন হাসপাতালের বিছানায় নিঃসঙ্গ দিন কাটাচ্ছেন।

আনোয়ার হোসেন হাসাপাতালে অসুস্থ হয়ে বিছানায় ঠাঁই নিলেও চলচ্চিত্রের কেউই তাকে দেখতে যাননি। এমনকি কেউ ফোন করে একবার খোঁজও নেননি ।এমন অবস্তায়  দেশীয় চলচ্চিত্রের একই পরিবারের তিন বোন তিন কিংবদন্তি নায়িকা সুচন্দা, ববিতা ও online casino চম্পা একসঙ্গে গত ২৯শে আগস্ট সন্ধ্যায় আনোয়ার হোসেনকে দেখতে গিয়েছিলেন।

চলচ্চিত্র পরিবারের যে কেউ আনোয়ার হোসেনকে দেখতে গেলে তিনি অনেক খুশি হন। সুচন্দা, ববিতা ও চম্পার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। যতটুকু সময় তারা আনোয়ার হোসেনের পাশে ছিলেন ততটুকু সময়ই আনোয়ার হোসেন ছিলেন বেশ উচ্ছ্বসিত।

এই তিন বোন সব সময়ই চেষ্টা করেন চলচ্চিত্র পরিবারের শিল্পীদের খোঁজখবর রাখার এবং প্রয়োজনে তাদের প্রতি সহযোগিতারও হাত বাড়িয়ে দেওয়ার।

 

Leave a comment

You must be Logged in to post comment.