আজ ঢাবি `গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সোমবার দুপুর ১২টায়।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd/) এ পাওয়া যাবে।
এ ছাড়া মোবাইলের ম্যাসেজের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা যাবে। এ জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে `DU’ লিখে স্পেস দিয়ে `GA’ লিখেস্পেস দিয়ে পরীক্ষার রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ১৬৩২১ নম্বরে। ফিরতি এসএমএম-এ জানিয়ে দেয়া হবে ফলাফল।
গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৩১টি কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন হয়।