আজ ও কাল ১৮ দলের, রোববার হেফাজতের হরতাল
আজ বুধবার ও কাল বৃহস্পতিবার আবার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এরপর রোববার হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মাঝে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ‘ছুটির’ ফাঁদে পড়ছে দেশ। সন্ধ্যায় কারওয়ান বাজারে একটি বাসে আগুন দেয় হরতালের সমর্থকেরা। এ সময় একজনকে আটক করে পুলিশ। এ ছাড়া তেজগাঁও শিল্প এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে দুপুরের দিকে আগুন দেওয়া হয়।