Published On: Fri, Mar 20th, 2015

অস্ট্রেলিয়া সেমিফাইনালে

Share This
Tags

aus

শেন ওয়াটসন তখন ৪ রানে দাঁড়িয়ে। ওয়াহাব রিয়াজের বলে ক্যাচ দিলেন। রাহাত আলি বলটা হাতে নিয়েও ফেলে দিলেন। সেই ওয়াটসনের কাছ থেকেই এসেছে অস্ট্রেলিয়ার উইনিং শট। ওয়াটসন অপরাজিত ৬৪ রানে।
গ্লেন ম্যাক্সওয়েল তখন ৫ রানে। এবারও বোলারের নাম ওয়াহাব রিয়াজ। শুধু ক্যাচারের নামটা বদলেছে। একদমই খেলতে পারেননি ম্যাক্সওয়েল। বল তার ব্যাট হয়ে ওপরে উঠেছে। সোহেল খান ক্যাচটা নিতে গিয়েও হাতে লাগিয়ে ফেলে দিলেন। ওয়াটসনের সাথে বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন ম্যাক্সওয়েল। তিনি অপরাজিত ৪৪ রানে।
পুঁজি মাত্র ২১৩। আর সেই পুঁজি নিয়ে লড়তে নেমে পাকিস্তানের ফাস্ট বোলাররা যথেষ্ট হৃদয়ের পরিচয় দিয়েছেন। প্রথম থেকে আক্রমণে আক্রমণে তারা বিপর্যস্ত করেছেন অস্ট্রেলিয়ানদের। কিন্তু এক ম্যাচে যদি দুটি এমন ক্যাচ ফেলা হয় তখন বোলারদের কিছু করার থাকে না। সেই দলের আর জেতারও সুযোগ তৈরি হয় না। অস্ট্রেলিয়ার সাথে অ্যাডিলেডে পাকিস্তানের ম্যাচে ঘটেছে এই ঘটনা। পাকিস্তানকে সে ম্যাচে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া। সেমিতে ভারতের সাথে খেলবে অস্ট্রেলিয়া।

Leave a comment

You must be Logged in to post comment.