Published On: Wed, Sep 4th, 2013

অভিনেত্রী মম হাসপাতালে ভর্তি ,আত্মহত্যার চেষ্টা

Share This
Tags

Jakia-Bari-Momo-wallpaper

 

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জাকিয়া বারী মম আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, স্বামী (নির্মাতা এজাজ মুন্না)র সাথে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। আর এ নিয়ে সোমবার রাতেও তর্কতর্কী হয়েছে দুজনের মধ্যে। স্বামী বাসা থেকে বের হলে মম বিষপান করেন। তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানান স্কয়ারের এক চিকিৎসক।

তবে কি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে তা সূত্রটি জানাতে ব্যর্থ হয়। এ ব্যাপারে মম’র পরিবারের কাছে জানতে চাইলে তারা জানান, মম বিষ খাননি, তার ডেঙ্গু জ্বর হয়েছে।

এদিকে তার স্বামীর সাথে যোগাযোগ করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি।

Leave a comment

You must be Logged in to post comment.