Published On: Wed, Sep 25th, 2013

অভিনেত্রী বাঁধন দাঁতের ডাক্তার হচ্ছেন

Share This
Tags

badhon pic

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বাঁধন এবার দাঁতের ডাক্তার হতে যাচ্ছেন। না এটি কোনো নাটকের খবর নয়। সত্যি সত্যিই দাঁতের ডাক্তার হতে যাচ্ছেন তিনি। ২০০৯ সালে দন্ত্যচিকিৎসায় স্নাতক শেষ করেছেন তিনি। মাঝে বিয়ে, সংসার আর বাচ্চার জন্য মিডিয়াতেও কাজ কমিয়ে দিয়েছিলেন তিনি। খুব বেছে বেছে কাজ করছেন এখনো। বাঁধন বলেন, ‘২০০৯ এ আমি ডেন্টাল সার্জারির ওপর স্নাতক শেষ করি। মিডিয়া, সংসার বাচ্চাকে সময় দিতে গিয়ে ডাক্তারি আর করা হয়নি। তাই গুলশানে একটি চেম্বার দিচ্ছি। চেম্বার স্থাপনের কাজ চলছে।আশা করছি, জানুয়ারির মধ্যে চেম্বারে বসতে পারবো।’ তখন আমার ভক্তদের কারো দাঁতের সমস্যা হলে আমার কাছে নিশ্চয়ই চলে আসবেন- হেসে বললেন বাঁধন।

তবে কি মিডিয়া ছেড়ে দাঁতের ডাক্তার হতে যাচ্ছেন বাঁধন? এমন আশঙ্কার কথা হেসে উড়িয়ে দিলেন তিনি। বললেন, ‘না মিডিয়া ছাড়বো না। দুটোই চলবে। অভিনয় ছাড়ার প্রশ্নই আসে না।’সাম্প্রতিক ব্যস্ততার কথা জানতে চাইলে বাঁধন বলেন,‘শিগগিরই নতুন কিছু ধারাবাহিকে কাজ শুরু করছি। টিভিতে তিনটি ধারাবাহিক চলছে। আর ঈদের জন্য তিনটি কাজ করলাম। এ মুহূর্তে আছি মিলন ভট্টাচার্য্যের নাটক ‘টেকনিক্যাল চোর’ এর শ্যুটিং এ আছি। নাটকটি অসম্ভব মজার। নাটকে আমার সাথে কাজ করছেন আনিসুর রহমান মিলন, ড.এজাজ এবং জয়রাজ।’

Leave a comment

You must be Logged in to post comment.