Published On: Fri, Mar 21st, 2014

অভিনন্দন হংকং ক্রিকেট দল

Share This
Tags
AP782118917492-676x450বাংলাদেশের বিপক্ষে দুই উইকেটে জিতল হংকং। এ ম্যাচে বাংলাদেশ পরাজিত হলেও প্রতিপক্ষ হংকংকে ১৩ দশমিক দুই ওভারের মধ্যে জিততে না দেওয়ায় সুপার টেনে খেলা নিশ্চিত করল টাইগাররা।
বৃহস্পতিবার দিবা-রাত্রির এ ম্যাচে বাংলাদেশের ছুড়ে দেওয়া ১০৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসানের স্পিনের ঝড়ে হংকংয়ের টপ অর্ডার তিন ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফিরে যান। তখন প্রতিপক্ষের দলীয় স্কোর ৪৭ রান। এরপর আরো দুই রান যোগ করার পরপরই হংকংয়ের আরো দুই উইকেটের পতন ঘটে। এর মধ্যে দিয়ে একদিকে সুপার টেনে খেলা নিশ্চিত করে টাইগাররা এবং অন্যদিকে এ ম্যাচেও পুনরায় জয়ের আশা জাগায় টাইগাররা। তবে হংকংয়ের লো আর্ডার মুনির ডারের ৩৬ রানে প্রতিপক্ষ জয়ের পথে এগোতে থাকে। সে সময় মুনির ডার আউট হলে শ্বাসরুদ্ধ ম্যাচে পরিণত হয়। কিন্তু শেষ পর্যন্ত হাসিব আমজাদের ১২ ও নাদিম আহমেদের দুই রানের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিপক্ষ। অভিনন্দন হংকং ক্রিকেট দলকে ঢাকা বিডি ২৪ এর পক্ষ থেকে ।

Leave a comment

You must be Logged in to post comment.