Published On: Sun, Aug 25th, 2013

অবশেষে বিয়ের করতে যাচ্ছেন রানি

Share This
Tags

imagesনানা জল্পনা-কল্পনা ঠিক হয়ে গেল শেষে বলিউড অভিনেত্রী রানি মুখার্জির বিয়ের তারিখ। গত বছরই শুভ কাজটা সেরে ফেলতে চেয়েছিলেন দুপক্ষের পরিবার। কিন্তু যশ চোপড়ার আকস্মিক মৃত্যুতে তা আর হয়ে উঠেনি।আগামী বছর জানুয়ারির শেষদিকে বিয়ের দিন-তারিখ স্থির হয়েছে বলে জানা গেছে

এবার নিজের জন্মদিনের উপহার হিসেবে পামেলা দেবী ছেলের কাছে চেয়ে বসলেন রানিকে বউমা হিসেবে! এবার আর না করতে পারলেন না আদিত্য। এরপর পুরোহিত ডেকে বিয়ের একটি সম্ভাব্য তারিখও ঠিক হয়ে গেল।

বিয়েতে কাদের কাদের নিমন্ত্রণ করা হবে সেই তালিকা তৈরি শুরু করে দিয়েছেন রানি বাবা-মা রাম ও কৃষ্ণা মুখার্জি। বিয়ের বিশেষ দিনটিতে নিজেকে আরও সুন্দরী-তন্বী দেখাতে এর মধ্যেই রানি ওজন কমিয়েছেন ৩ কেজি।

এদিকে ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ায় দুজনেই মিডিয়াকে এড়িয়ে চলছেন। কয়েকদিন আগে আমির খানের এক পার্টিতে সাংবাদিকরা শুভ খবরটার ব্যাপারে জিজ্ঞেস করতেই রহস্যময় হাসি দিয়ে সাংবাদিকদের পাশ কাটিয়ে যান রানি-আদিত্য।

Leave a comment

You must be Logged in to post comment.