অবশেষে পহেলা বৈশাখের দিন বিয়ে করছেন দিনার-বিজরী
অবশেষে বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার ও অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। তারা বিয়ের তারিখ হিসেবে বেছে নিয়েছেন বাংলা নববর্ষের প্রথম দিনটিকে। উভয় পরিবারের সম্মতিক্রমেই বিয়ে করতে যাচ্ছেন তারা। বিয়ে নিয়ে দিনার বলেন, বিজরীর সঙ্গে আমার জানাশোনা অনেক দিনের। তাকে আমার পছন্দ। আমার পরিবারের সন্মতিতেই বিয়ে করছি’।
অন্যদিকে বিজরীর দ্বিতীয় বিয়েতে তার কন্যা উর্বানার সন্মতি রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন ‘সে সম্মতি না দিলে কখনোই বিয়েতে রাজি হতাম না’।বর্তমানে বিজরী ধানমণ্ডিতে তার বাবা-মায়ের সঙ্গে আছবেস।ভালোবেসে সংগীত পরিচালক শওকত আলী ইমনকে বিয়ে করেছিলেন বিজরী। কিন্ত যে কোনো কারণবশত তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।