অপসংস্কৃতির আগ্রাসনে ফররুখ চর্চার বিকল্প নেই

মানুষের জন্যই কবিতা আর কবিতার জন্যই শিল্প। শিল্পছাড়া যেমন কবিতা হয়না তেমনি যে কবিতা মানবজীবনে কোন প্রভাব ফেলতে পারে না তা কোন কবিতাই নয়। কবি ফররুখ আহমদ তা যথার্থই প্রমাণ করে গেছেন। মানবতার জয়গানে তিনি যেমন কবিতাকে তুলে এনেছেন শিল্পের হৃদয় ছুঁয়ে তেমনি ঐতিহ্যের লালনে স্বার্থকতার শীর্ষচুড়া স্পর্শ করতেও সক্ষম হয়েছেন তিনি। কেউ স্বীকৃতি দানে কার্পণ্য করলেও তাঁর শিল্পই তাঁকে স্থায়ী আসন দিয়ে বেঁচে রাখবে।
অপসংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচতে ফররুখ চর্চার বিকল্প নেই।
মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের একটি কক্ষে ‘মানবতার কবি ফররুখ আহমদ স্মরণে আলোচনা সভায়’ বক্তারা এসব কথা বলেন।
শীলন সাহিত্য পরিষদ এর আয়োজনে কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের প্রফেসর মুহাম্মদ জিল্লুর রহমান, রাজশাহী মজলিশ এর সভাপতি কবি মুহাম্মদ শরীফউদ্দিন, কবি শিরিন শরীফ, সিঁড়ি সম্পাদক কবি ড. আবু নোমান, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি ও চিত্রশিল্পী ড. রুমী শাইলা শারমিন প্রমুখ।
বক্তাগণ আরও বলেন, কবি ফররুখ আহমদ আগাগোড়া একজন মানবতাবাদী কবি, প্রেমের কবি, ঐতিহ্যবাদী কবি এবং সর্বোপরি বাংলা সাহিত্যের একজন শক্তিমান কবি। এ মহান কবি শত দুঃখ কষ্ট সত্ত্বেও কখনো অন্যায় ও অপসংস্কৃতিতে আপোস করেননি। যারা কবিকে আড়ালে রেখে তৃপ্তির ঢেকুর তুলতে পছন্দ করেন তারা ফররুখ আহমদের কোন ক্ষতি করছেন না বরং নিজেরাই নিজেদেরকে এতো বড় কবির সংস্পর্শ থেকে বঞ্চিত করছেন। আজকের অপসংস্কৃতির মহোৎসব থেকে পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে ঘরে ঘরে ফররুখ চর্চার কোন বিকল্প নেই বলেও তাঁরা উল্লেখ করেন।
আলোচকগণ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে কবিতা পাঠ করেন কবি তৌফিকুর রহমান, কবি হাসান আবাবিল, কবি সৈকত আবদুর রহিম, কবি ফিলিয়াপস হোসেন, কবি আবদুস সামাদ, কবি মুহাম্মদ শাকিল, কবি জাহিদ উজ জামান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহনা’র সম্পাদনা সহযোগী কবি আসাদ বাবু।