অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘট চলছে পাবনায়
তিন পরিবহন শ্রমিকের মুক্তির দাবিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে পাবনায় চলছে অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘট।
ধর্মঘটের কারণে আজ সকাল থেকে এ জেলায় সকল বাস চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় বাস টার্মিনাল থেকেও কোন যানবাহন ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। অনেকেই বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
গত শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কাব্য পরিবহনের যাত্রী এক গরু ব্যপারীর ৮ লক্ষ টাকা খোয়া যায়। পরে ওই যাত্রী টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় এ ব্যাপারে অভিযোগ করলে ওই রাতেই সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ গাড়ির চালক রেজাউল করিম, সুপারভাইজার আব্দুল মমিন ও সহকারী শাহিনকে গাড়িসহ আটক করে।
শ্রমিক নেতৃবৃন্দ এ অভিযোগটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে তাদের মুক্তি দাবি করেন।
ডেস্ক রিপোর্ট –রিয়াদ মাহমুদ