Published On: Mon, Mar 31st, 2014

অটোরিকশার ভাড়া আবার বাড়বে

Share This
Tags
imagesআবার বাড়তে যাচ্ছে অটোরিকশার ভাড়া। মালিকরা প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দিয়েছে। ভাড়া বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। তবে, যাত্রীরা বলছেন, অটোরিকশা পরিবহনের ক্ষেত্রে তারা এমনিতেই হয়রানি আর যথেচ্ছাচারের শিকার। এ ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার বদলে ভাড়া আরো বাড়ানো হবে নতুন বোঝা চাপানো। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।
বেশিরভাগ নগরবাসীর কাছে প্রায় অধরা এ তিন চাকার যানটি। চালকরা নির্ধারিত গন্তব্যে যেতে কদাচিত রাজি হন। হলে মিটারের চেয়ে অনেক বেশি ভাড়া চেয়ে বসেন। অটোরিকশার সেবায় সন্তুষ্ট নন নগরবাসী।
কিন্তু সেবার মান না বাড়লেও আবার বাড়ছে অটোরিকশার ভাড়া। ১৯ মার্চ বিআরটিএর সভায় প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৪০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট দুই টাকা করার প্রস্তাব দেন মালিকরা।
এ ছাড়া দৈনিক জমা ৬০০ টাকার পরিবর্তে ৯০০ টাকা করার দাবি মালিকদের। বর্তমানে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ৭ টাকা ৬৪ পয়সা, অপেক্ষমাণ ভাড়া প্রতি মিনিট ১ টাকা ৪০ পয়সা।
এভাবে ভাড়া বাড়ানোর বিপক্ষে যাত্রীরা। ভাড়া বাড়ানো হলেও মালিকরা নির্ধারিত হারের চেয়ে বেশি জমা নেবেন, আশঙ্কা চালকদেরও। বিআরটিএ বলছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভাড়া বাড়লেও তা যৌক্তিকই হবে।

Leave a comment

You must be Logged in to post comment.