অটোরিকশার ভাড়া আবার বাড়বে


বেশিরভাগ নগরবাসীর কাছে প্রায় অধরা এ তিন চাকার যানটি। চালকরা নির্ধারিত গন্তব্যে যেতে কদাচিত রাজি হন। হলে মিটারের চেয়ে অনেক বেশি ভাড়া চেয়ে বসেন। অটোরিকশার সেবায় সন্তুষ্ট নন নগরবাসী।
কিন্তু সেবার মান না বাড়লেও আবার বাড়ছে অটোরিকশার ভাড়া। ১৯ মার্চ বিআরটিএর সভায় প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৪০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট দুই টাকা করার প্রস্তাব দেন মালিকরা।
এ ছাড়া দৈনিক জমা ৬০০ টাকার পরিবর্তে ৯০০ টাকা করার দাবি মালিকদের। বর্তমানে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ৭ টাকা ৬৪ পয়সা, অপেক্ষমাণ ভাড়া প্রতি মিনিট ১ টাকা ৪০ পয়সা।
এভাবে ভাড়া বাড়ানোর বিপক্ষে যাত্রীরা। ভাড়া বাড়ানো হলেও মালিকরা নির্ধারিত হারের চেয়ে বেশি জমা নেবেন, আশঙ্কা চালকদেরও। বিআরটিএ বলছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভাড়া বাড়লেও তা যৌক্তিকই হবে।