Published On: Thu, Jun 13th, 2013

অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা বাতিল

Share This
Tags

1245493044870143868ফাঁসকৃত প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ব্যাংকের তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার রাতে ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমি আগেই বিভিন্ন গণ্যমাধ্যমকে বলেছিলাম এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। সে অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে ফলাফল যাচাই করে মনে হয়েছে প্রশ্ন ফাঁস হয়েছিল। তাই পরীক্ষা বাতিল করা হয়েছে। অবিলম্বে আবারো পরীক্ষা নেয়া হবে।

বজলুল হক বলেন, এবার যারা আবেদন করেছিলেন, তারা আবারো অংশ নিতে পারবেন। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে আবেদন করা হবে।

গত ৩১ মে শুক্রবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টার ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪২ হাজার পরীক্ষার্থী অংশ নেন। ওই দিন সকালেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।

Leave a comment

You must be Logged in to post comment.