চলে গেলেন ‘মুকুটহীন নবাব’ আনোয়ার হোসেন
বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ-উদ-দৌলা খ্যাত বাংলার চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন আর নেই। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।বর্ষীয়ান এই অভিনেতা অসুস্থতা নিয়ে গত ১৮ আগস্ট স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তিনি নিউমোনিয়া, পারকিনসনসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার বিকেলে আনোয়ার হোসেনের অবস্থার খোঁজ নিতে স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের ১০ লাখ টাকা অনুদানও দেন।এর আগে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া তাকে এক লাখ টাকা সহায়তা দেন।
আনোয়ার হোসেনের জন্ম ১৯৩১ সালে ময়মনসিংহে। ১৯৫০ সালে জামালপুর সরকারি স্কুল থেকে এসএসসি এবং পরে আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন।আনোয়ার হোসেনের চার ছেলে ও এক মেয়ে রয়েছে। চার ছেলের মধ্যে বড় ছেলে থাকেন সুইডেনে। অন্য তিন ছেলে থাকেন যুক্তরাষ্ট্রে।
১৯৫৮ সালে ‘তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি।২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি। তিনি পাঁচ শতাধিক চলচ্চিতে অভিনয় করেছেন। ‘নবাব সিরাজদ্দৌলা’ ছবিতে অভিনয় করে তিনি বাংলার ‘মুকুটহীন নবাব’-এ পরিণত হন।
তার অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ভাত দে, কাঁচের দেয়াল, বন্ধন, জীবন থেকে নেয়া, রংবাজ, ধীরে বহে মেঘনা, রুপালী সৈকতে, নয়নমণি, নাগর দোলা, গোলাপী এখন ট্রেনে, সূর্য সংগ্রাম ইত্যাদি।