৯, ১০ এপ্রিল হরতাল দিতে পারে ১৮ দলীয় জোট
আগামী ১০ এপ্রিল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ডাকা সমাবেশ স্থগিত করেছে বিএনপি। এ ছাড়া বিএনপিসহ ১৮ দলের নেতা-কর্মীদের রোববারের মধ্যে মুক্তি না দিলে আগামী ৯ ও ১০ এপ্রিল হরতালের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি।
শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে দলটির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সভাপতিত্বে গুলশান কার্যালয়ে রাত নয়টার পরে শুরু হয়ে ১১ টার দিকে বৈঠক শেষ হয়।
সূত্রটি জানায়, রোববারের মধ্যে আটক নেতাকর্মীদের মুক্তি না দিলে ওই দিন সন্ধ্যায় কর্মসূচি ঘোষণা করা হবে। খালেদা জিয়া ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে আরও আলোচনা শেষে হরতালের ঘোষণা দিতে পারেন বলেও সূত্রটি জানিয়েছে।