Published On: Thu, Jan 23rd, 2014

৭ই ফেব্রুয়ারী মিউজিক মাহেম ৪ কনসার্ট

Share This
Tags

ffff copyরিপোর্ট – আশরাফ  সিফাত

আগামী ৭ই ফেব্রুয়ারী রাজধানীর আগারগাওতে অবস্থিত “ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়াম” এ “মিউজিক মাহেম ৪” নামক একটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।এতে গান পরিবেশন করবে পলাশ অ্যান্ড ফ্রেন্ডস,শহরতলি,মরুভুমি,দ্রিক,স্কুল অফ নিলয়,আরতেমিস,বে অফ বেঙ্গল,ঠিকানাহীন,ত্রিমূর্তি,আঁচড়,বিবেক,সারকেল,ক্রস সহ নতুন কিছু প্রতিভাবান ব্যান্ড।

কনসার্টটির  আয়োজক সাজু জানান,”মিউজিক মাহেম” নামে প্রতিবছর আমি কনসার্টের আয়োজন করে থাকি।গত ৩ বছরের সফলতাকে কাজে লাগিয়ে এবারও চেষ্টা করছি বছরের শুরুতে ভাল কিছু সময়  উপহার দেয়ার।

যারা বাংলা গান ভালবাসেন,তাঁরা ইচ্ছে হলে এই কনসার্টটি উপভোগ করতে পারেন।টিকেট প্রাপ্তির জন্য ফোন করুন ০১৬৭৬২৫০৯২২।

Leave a comment

You must be Logged in to post comment.