Published On: Wed, May 22nd, 2013

৩০ হাজার রুপি ক্ষতিপূরণ দিল ক্যাডবেরী

Share This
Tags

cadbury‘ক্যাডবেরী ইন্ডিয়া লিমিটেড’কে ৩০ হাজার রুপি ক্ষতিপূরণের আদেশ দিয়েছে ত্রিপুরার এক ভোক্তা অধিকার সংরক্ষণ আদালত।

বুধবার দেশটির খাদ্য বিভাগের কর্তৃপক্ষ জানান, ক্যাডবেরীর চকলেট বারে এক ব্যক্তি লোহার পিন খুঁজে পান। তার ফলেই এই ক্ষতিপূরণ দিতে চলেছে জনপ্রিয় এই চকোলেট প্রস্তুতকারক ব্র্যান্ডটি। খাদ্য বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “২০১১ সালের ১৬ ডিসেম্বর এক ব্যক্তি মেয়ের জন্য কেনা চকলেট বারে লোহার পিন খুঁজে পান। তখন সেই মেয়ে চকলেটটি খাচ্ছিল। পরবর্তী সময়ে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ ফোরামে অভিযোগ করেন।” ওই কর্মকর্তা আরও জানান, শুনানির পর পশ্চিম ত্রিপুরা জেলা ভোক্তা ফোরাম ক্যাডবেরী ইন্ডিয়া লিমিটেডকে একমাসের মধ্যে বাদীকে ৩০ হাজার রুপি ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেয়। তাছাড়া এই ফোরাম ক্যাডবেরীর চকলেটকে বিপজ্জনক বলে অভিহিত করে।

Leave a comment

You must be Logged in to post comment.