Published On: Wed, Sep 11th, 2013

২৮ সেপ্টেম্বর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার উদ্বোধন

Share This
Tags

Saidabad-flyoverআগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭ জন্মদিন। এদিন জন্মদিনের উপহার হিসেবে প্রধানমন্ত্রী ঢাকাবাসীর বহুদিনের প্রতীক্ষিত সাবেক মেয়র হানিফ ফ্লাইওভারের (গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার ) উদ্বোধন করবেন। ঐ দিনই রাজধানীবাসীর জন্য খুলে দেয়া হবে ফ্লাইওভারটি।
এর আগে ২০১০ সালের জুনের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভারটির নির্মাণকাজ উদ্বোধন করেন। এটি নির্মাণ করছে ওরিয়ন গ্রুপ।
বেসরকারি অর্থায়নে নির্মিত নগরীর সবচেয়ে বড় ফ্লাইওভারটি চালু হলে নগরীর যানজট অনেকটাই কমে যাবে বলে মনে করছেন নগরবাসী। এটি ৩০টি জেলার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।
উদ্বোধনের সময় ঘনিয়ে আসায় পুরোদমে চলছে এর নির্মাণ কাজ।
উদ্বোধনের পর ওরিয়ন গ্রুপ নিজেই এর ব্যবস্থাপনা, টোল আদায় এবং রক্ষণাবেক্ষণ করবে। চালুর পর থেকে ২৪ বছর টোল আদায় করবে তারা। টোল আদায় করেই তারা নির্মাণ ব্যয় তুলে নেবে। তারপরে এটি হস্তান্তর করা হবে ডিএসসিসির কাছে। ১১ কিলোমিটার দৈর্ঘ্যরে ফ্লাইওভারটির ধারণক্ষমতা ২০০ টন এবং স্থায়িত্বকাল ১০০ বছর। আর এর নির্মাণ ব্যয় দুই হাজার ১০৮ কোটি টাকা।

Leave a comment

You must be Logged in to post comment.