Published On: Mon, May 19th, 2014

২০ কোটি রুপি পান-মসলা থেকেই

Share This
Tags

Shahrukh-Khan-Wallpapers-2011-বলিউডের তারকাদের বাজারদর দিনকে দিন বেড়েই চলেছে। ছবিতে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের কাঁড়ি কাঁড়ি অর্থ পকেটে ভরছেন তাঁরা। পণ্যের দূতিয়ালির পারিশ্রমিকের দৌড়ে এবার সম্ভবত সবাইকে টেক্কা দিতে চলেছেন ‘বলিউড বাদশাহ’। কেবলমাত্র একটি পান-মসলা ব্র্যান্ডের দূত হিসেবে দায়িত্ব পালন করেই ২০ কোটি রুপি পারিশ্রমিক পেতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি ভারতের একটি পান-মসলা ব্র্যান্ডের মুখপাত্র হওয়ার প্রস্তাব পেয়েছেন কিং খান। শাহরুখের জনপ্রিয়তা বিবেচনা করে তাঁকে ২০ কোটি রুপি দিতে রাজি আছে কোম্পানিটি। লোভনীয় এমন প্রস্তাব পাওয়ার পর শাহরুখও কাজটি করার আগ্রহ প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, এখন অনেক পণ্যেরই দূত হিসেবে দায়িত্ব পালন করে সফলতার প্রমাণ রেখেছেন শাহরুখ। এবার একটি পান-মসলা ব্র্যান্ডের নতুন মুখ হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। কোনো নিকটাত্মীয় কিংবা প্রভাবশালী কারও সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজ চেষ্টায় একজন মামুলি সাধারণ মানুষের পেশাজীবনে অভাবনীয় সাফল্য অর্জনের বিষয়বস্তু নিয়ে পান-মসলার একটি বিজ্ঞাপনচিত্র তৈরি হবে। এই বিজ্ঞাপনচিত্রে শাহরুখকেই সবচেয়ে বেশি মানানসই মনে করা হচ্ছে। কারণ শাহরুখের জীবনের গল্পের সঙ্গে বিষয়বস্তুটি মিলে যায়।

শুরুর দিকে বলিউডের অন্য একজন সুপারস্টারকে নেওয়ার চিন্তা-ভাবনা করা হয়েছিল। কিন্তু ওই তারকার বাবা বলিউডের রথী-মহারথীদের মধ্যে একজন। এ জন্য শাহরুখকেই চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে শাহরুখকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিক আলাপ-আলোচনাও শুরু হয়ে গেছে। শাহরুখ কাজটি করতে আগ্রহও দেখিয়েছেন। সবকিছু ঠিক থাকলে শিগগির তিনি চুক্তি স্বাক্ষর করবেন।

এদিকে শাহরুখ কাজটি করতে রাজি হওয়ায় পান-মসলা কোম্পানির সবাই অনেক খুশি। তাঁরা যত দ্রুত সম্ভব বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করে তা সম্প্রচারের ব্যবস্থা করতে চাইছেন।

 

Leave a comment

You must be Logged in to post comment.