১৬ অক্টোবর পবিত্র ঈদুল আযহা
এবার পবিত্র ঈদুল আযহা হবে ১৬ অক্টোবর। রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল বলেন, ‘রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল আযহা উদযাপিত হবে আগামী ১৬ অক্টোবর।’তিনি বলেন, ‘গাইবান্ধা ও ঠাকুরগাঁও থেকে চাঁদ দেখার খবর এসেছে।’
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া হজ পালনে সৌদি আরব থাকায় ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সামীম মো. আফজাল।সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডা. আবদুস সুকুর, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. বজলুর রহমান এবং চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন সরকারি ছুটি থাকে। ঈদ ১৬ অক্টোবর হওয়ায় এবার তিন দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক দুদিন ছুটিও যুক্ত হয়েছে।এছাড়া ১৪ অক্টোবর হিন্দুদের দুর্গাপূজার কারণে সরকারি ছুটি থাকবে। অর্থাৎ ঈদের ছুটি শুরুর একদিন আগে দুর্গাপূজার ছুটিও মিলে গেছে এবার। ফলে ঈদ, পূজা এবং এর পরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে লম্বা ছুটি পাচ্ছেন চাকরীজীবীরা।