১০২ উপজেলায় নির্বাচন হবে ১৯ ফেব্রুয়ারি
আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ১০২ উপজেলা পরিষদ নির্বাচনের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ে দুই দফা বৈঠক শেষে আজ রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি, যাচাই-বাচাই হবে ২৭ জানুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৩ ফেব্রুয়ারি।
এর আগে শনিবার স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে ইসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এ ছাড়া মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে বাকি উপজেলা নির্বাচনগুলো ক্রমান্বয়ে মার্চ ও এপ্রিলে অনুষ্ঠিত হবে।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে এ নির্বাচন করার বিধান রয়েছে। এ জন্য কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে রাখা হচ্ছে। শপথ গ্রহণের পর প্রথম বৈঠকের দিন থেকে পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হয়। এ কারণে ভিন্ন ভিন্ন সময় এসব উপজেলা নির্বাচনের সময়সীমা শেষ হচ্ছে। কমিশনের হিসাব অনুযায়ী ফেব্রুয়ারিতে ৪৮ জেলার ১১৩টি, মার্চে ৫৯ জেলার ২২১টি, এপ্রিলে ২৬ জেলার ৩৬টি, মে মাসে ৩৫ জেলার ৮৬টি উপজেলাসহ জুন-জুলাইতেও বেশকিছু উপজেলার মেয়াদ শেষ হবে।
এর আগে শনিবার স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে ইসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এ ছাড়া মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে বাকি উপজেলা নির্বাচনগুলো ক্রমান্বয়ে মার্চ ও এপ্রিলে অনুষ্ঠিত হবে।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে এ নির্বাচন করার বিধান রয়েছে। এ জন্য কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে রাখা হচ্ছে। শপথ গ্রহণের পর প্রথম বৈঠকের দিন থেকে পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হয়। এ কারণে ভিন্ন ভিন্ন সময় এসব উপজেলা নির্বাচনের সময়সীমা শেষ হচ্ছে। কমিশনের হিসাব অনুযায়ী ফেব্রুয়ারিতে ৪৮ জেলার ১১৩টি, মার্চে ৫৯ জেলার ২২১টি, এপ্রিলে ২৬ জেলার ৩৬টি, মে মাসে ৩৫ জেলার ৮৬টি উপজেলাসহ জুন-জুলাইতেও বেশকিছু উপজেলার মেয়াদ শেষ হবে।