হাসপাতালে ভর্তি ক্রিকেটার কাম্বলি
সাবেক ভারতীয় ক্রিকেট তারকা ভিনোদ কাম্বলি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিম্বুর থেকে গাড়িতে করে বান্দ্রার দিকে যাওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।
এ সময় মহাসড়কে সুজাতা পাতিল নামে এক নারী পুলিশকর্মী লক্ষ্য করেন যে, একজন লোক গাড়ি চালাতে পারছে না। এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলেন। তিনি দৌড়ে গিয়ে গাড়িটিকে প্রথমে নিয়ন্ত্রণে নেন। পরে তাকে উদ্ধার করে মুম্বাইয়ের লিলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়াও তার শারীরিক আরো অন্যান্য পরীক্ষাও করা হচ্ছে।
এর আগে ২০১২ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। ১৯৮৮ তে ভিনোদ কাম্বলি শচীন টেন্ডুলকারকে সাথে নিয়ে তার স্কুল সর্দাশ্রম বিদ্যা মন্দিরের পক্ষে ঐতিহাসিক ৬৬৪ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন।