হরতালে যাত্রাবাড়ীতে সংঘর্ষে নিহত ১
![](http://www.dhakabd24.com/ad/newsad.gif)
জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিন আজ বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় এক ব্যক্তি নিহত হয়। আহত হয়েছেন পুলিশ, সাংবাদিকসহ বেশ কয়েকজন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাতটার দিকে যাত্রাবাড়ীর এ কে দনিয়া হাইস্কুলের কাছে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা গাড়ি ভাঙচুর ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ তাঁদের ধাওয়া দেয় ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের ধাওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
অবণি শঙ্কর দাবি করেন, ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে একটি চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে হরতাল-সমর্থক একযুবক গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই যুবক মারা যান। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।