হংকং ‘ছাড়লেন’ স্নোডেন
মার্কিন গোয়েন্দাদের ফোন ও অনলাইনে নজরদারির তথ্য ফাঁস করে দেয়া সাবেক গোয়েন্দা তথ্য বিশ্লেষক এডওয়ার্ড স্নোডেন হংকং ‘ছেড়েছেন’ বলে জানিয়েছে বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
রোববার দুপুরে এক প্রতিবেদনে বিবিসি জানায়, স্নোডেন মস্কোগামী একটি বিমানে চড়ে হংকং ছেড়েছেন।
দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যা নাগাদ স্নোডেন মস্কো পৌঁছবেন বলে নির্ভরযোগ সূত্রে জানা গেছে।
তবে মস্কো তার চূড়ান্ত গন্তব্য নয় বলেও এতে বলা হয়েছে।
এর আগে রোববার আরেক প্রতিবেদনে বিবিসি জানায়, স্নোডেনকে দেশে ফিরিয়ে নিতে হংকংয়ের সঙ্গে যোগাযোগ করছে হোয়াইট হাউজ। গত মাসে স্নোডেন হংকংয়ে পালিয়ে যান।
যুক্তরাষ্ট্র স্নোডেনের বিরুদ্ধে এরইমধ্যে গুপ্তচরবৃত্তি আর চুরির অভিযোগ এনেছে। এ দুটি অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছর করে কারাদণ্ড হতে পারে।
গত ১৪ জুন স্নোডেনের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। তবে এ খবর প্রকাশিত হয়েছে শুক্রবার।
স্নোডেনের দেয়া তথ্য থেকে জানা যায়, প্রতিদিন সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ ফোন, ইমেইল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে বার্তা বিনিময় হচ্ছে তার ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নজর রাখছিল।
হংকং পালানোর পর এক সাক্ষাৎকারে স্নোডেন বলেছেন, আমি বিশ্বাসঘাতক কিংবা নায়ক কোনোটাই নই। আমি একজন আমেরিকান।
তিনি বলেন, বিচার থেকে পালানোর জন্য নয়, আমি অপরাধের তথ্য প্রকাশের জন্য এখানে আছি।