Published On: Sat, May 17th, 2014

স্ট্রোক হলে যেভাবে বুঝবেন

Share This
Tags

faintএকজন মস্তিষ্ক বিশেষজ্ঞ বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হওয়ার তিন ঘণ্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কীভাবে স্ট্রোক চেনা যায় এবং কীভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে দেওয়া যায় চিকিৎসা সেবা।

স্ট্রোককে চিনার সহজ তিনটি ধাপ –  S T ও R…পড়ুন এবং জানুন! S– Smile রোগীকে হাসতে বলুন। T– Talk রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণ : আজকের দিনটা অনেক সুন্দর। R– Raise hands. রোগীকে একসাথে দুই হাত উপরে তুলতে বলুন। যদি এর কোনো একটিতে রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন।

সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহ্বা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ।

তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, যদি আমরা সবাই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো।

 

Leave a comment

You must be Logged in to post comment.