Published On: Wed, Oct 16th, 2013

সিলেটে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

Share This
Tags

news_image_2012-10-06_18254কোরবানির ঈদের আগের রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানি নগরে বাস সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার রাত ১০টার দিকে ওসমানী নগরের গোয়ালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের গয়নাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

ওসমানী নগর থানার ওসি জোবের আহমেদ জানান, যাত্রীবাহী বাসটি সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। সিলেট থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে গয়নাঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আহত অবস্থায় আরো তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো দুজনকে মৃত ঘোষণা করা হয় বলে জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় কুমার জানান। তিনি জানান, আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেন।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দুর্ঘটনার জন্য বাসটিতে আগুন দেয়। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

Leave a comment

You must be Logged in to post comment.