Published On: Wed, Nov 20th, 2013

সিডনিতে বাংলাদেশ ট্যুরিজম নাইট ২৩ নভেম্বর

Share This
Tags

aদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে অন্যতম সম্ভাবনাময় পর্যটন দেশ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ ট্যুরিজম নাইট’।
স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ হাইকমিশন অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্যুরিজম লিমিটেড যৌথভাবে সিডনির পেটারশাম টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করছে।
অনুষ্ঠান উদ্বোধন করবেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দীন চৌধুরী। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রসহ বাংলাদেশের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরা হবে এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ ট্যুরিজম নাইটে আগত অতিথিরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে গভীরভাবে অনুধাবন করার সুযোগ পাবেন।

Leave a comment

You must be Logged in to post comment.