সাড়ে ১৪ কোটি ফেসবুকের ভুয়া একাউন্ট !


এসএসির এক মুখপাত্র বলেন, ‘ফেসবুকের বড় বাজার যেমন- আমেরিকা, যুক্তরাজ্য ইত্যাদি দেশে ভুয়া একাউন্টের সংখ্যা অপেক্ষাকৃত কম। অন্যদিকে, ভারত ও তুরস্কের মতো সম্প্রসারণশীল বাজারে এর সংখ্যা অনেক বেশি। ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর নাগাদ এই যোগাযোগমাধ্যমের মান্থলি অ্যাকটিভ ইউজারের (এমএইউ) সংখ্যা দাঁড়িয়েছে এক দশমিক ১৯ বিলিয়নে।
যারা ফেসবুকে রেজিস্টার করে বন্ধুদের সাথে যোগাযোগের বিভিন্ন কাজ করেন এবং গত একমাস ধরে ফেসবুকের সাথে সংযুক্ত রয়েছে এমন সংযোগগুলোতে সাথে থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে ব্রাউজ করেন তাদেরকেই এমএইউ বলা হয়। আর একটি মূল একাউন্টের পাশাপাশি ব্যবহারকারীরা অন্য যেসব একাউন্ট খোলেন, সেসব ভুয়া একাউন্ট হিসেবে বিবেচনা করা হয় বলে জানায় এসএসি।