সালমান-সোনম জুটি বাঁধছেন
ডেস্ক রিপোর্টঃ হুমায়ূন কাবির শিপন
সঞ্জয়লীলা বনশালির ‘সাওয়ারিয়া’ ছবি দিয়েই বলিউডে কেরিয়ার শুরু সোনম কাপুরের৷ প্রথম ছবিতেই সঙ্গে পেয়েছিলেন দুই নায়ককে৷ একজন ছিলেন রণবীর কাপুর৷ আরেকজন সালমান খান৷ ‘সাওয়ারিয়া’ ছবির নস্টালজিয়াকে সঙ্গে নিয়েই ফের জুটি বাঁধছেন সোনম-সালমান৷ আর এবার সালমানের প্রিয় পরিচালক সূরজ বরজাতিয়ার ছবিতে৷
গপ্পোটা হল, বহুদিন থেকেই সূরজ বরজাতিয়া সালমানকে সঙ্গে নিয়ে সিনেমা করার জন্য নানারকম প্ল্যানিং করে যাচ্ছিলেন৷ বহু চিন্তা ভাবনার পর চিত্রনাট্যও লিখে ফেলেছেন৷ কিন্তু সালমান রাজি থাকলেও কোনও নায়িকাই রাজি হচ্ছিলেন না সূরজের ছবিতে কাজ করতে৷
মাঝে শোনা গিয়েছিল কারিনা কাপুর ও সালমনাকে নিয়েই ছবি শুরু করতে চলেছেন সূরজ ৷ তবে ডেটের সমস্যায় কারিনাও শেষমুহূর্তে সূরজের এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন ৷
তারপর সূরজ গিয়েছিলেন দীপিকা পাড়ুকোনের কাছেও৷ অন্যান্য ছবির শ্যুটিংয়ের কারণে দীপিকাও সময় দিতে পারবেন না সূরজকে৷
শেষমেশ সোনম কাপুর রাজি হওয়াতেই সূরজের নতুন পারিবারিক প্রেম কাহিনিতে দেখা যাবে সালমন ও সোনমকে৷ শোনা গিয়েছে, নিয়ম মতো সূরজ তাঁর পুরনো, পছন্দসই টিম নিয়েই ছবি তৈরিতে হাত রাখবেন সূরজ বরজাতিয়া৷