Published On: Fri, Sep 6th, 2013

সালমান শাহ্‌ বেঁচে আছেন আমাদের হৃদয়ে

Share This
Tags
ষোলটি বছর কেটে গেলো ১৯৯৬ থেকে ২০১৩ ।

আজ ৬ সেপ্টেম্বর, ২০১৩ সালমান শাহের ১৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে পরপারে চলে যান ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ।

বাংলা চলচ্চিত্রের এ নক্ষত্রের পতন আজও রহস্যই রয়ে গেছে। হজরত শাহজালাল(র.) এর পুণ্যভূমি সিলেটের মাটিতে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। বাংলা চলচ্চিত্রের এ সুপারস্টারকে হত্যা করা হয়, এমন অভিযোগ রয়েছে।কিন্তু এই হত্যার কোনো আইনি সুরাহা এখনও হয়নি।
5_Salman_Shah
মাত্র ২৫ বছর বয়সেই অকাল মৃত্যুবরণ করেছেন সালমান। তার মৃত্যু আমাদের জন্য অপূরনীয় ক্ষতি। জনপ্রিয় এই নায়কের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি।

Leave a comment

You must be Logged in to post comment.