সালমান শাহ্ বেঁচে আছেন আমাদের হৃদয়ে
ষোলটি বছর কেটে গেলো ১৯৯৬ থেকে ২০১৩ ।
আজ ৬ সেপ্টেম্বর, ২০১৩ সালমান শাহের ১৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে পরপারে চলে যান ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ।
বাংলা চলচ্চিত্রের এ নক্ষত্রের পতন আজও রহস্যই রয়ে গেছে। হজরত শাহজালাল(র.) এর পুণ্যভূমি সিলেটের মাটিতে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। বাংলা চলচ্চিত্রের এ সুপারস্টারকে হত্যা করা হয়, এমন অভিযোগ রয়েছে।কিন্তু এই হত্যার কোনো আইনি সুরাহা এখনও হয়নি।
মাত্র ২৫ বছর বয়সেই অকাল মৃত্যুবরণ করেছেন সালমান। তার মৃত্যু আমাদের জন্য অপূরনীয় ক্ষতি। জনপ্রিয় এই নায়কের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি।