সারাদেশে ১৪৪ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
দশম জাতীয় সংসদ নির্বাচনের দেশের বিভিন্ন জেলায় ১৪৪টি ভোটকেন্দ্র আগুনে পুড়ে যাওয়ায় এসব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। আজ রবিবার সারাদেশ থেকে আসা রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো সংবাদের ভিত্তিতে ইসির সমন্বয় সেল এ তথ্য জানিয়েছেন। ঠাকুরগাঁওয়ে ৩, দিনাজপুরে ১৫, নীলফামারীতে ৯, লালমনিরহাটে ১, রংপুরে ৪৪, গাইবান্ধায় ৪৩, হাবিগঞ্জে ২, শেরপুর ১, ফেনীতে ১, কুমিল্লায় ৪, লক্ষ্মীপুরে ৩, চট্টগ্রামে ২, জামালপুরে ২ ও বগুড়ায় ৯টি কেন্দ্রের ব্যালট পেপার ও বাঙ আগুনে পুড়ে যাওয়া এবং ছিনতাই হওয়ার কারণে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
তবে রবিবার সকাল পর্যন্ত সারাদেশ থেকে আসা তথ্য অনুযায়ী ১৪৭টির বেশি ভোটকেন্দ্র পুড়ে গেছে বলে জানা গেছে। এসব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এদিকে একতরফা এ নির্বাচনকে বর্জন করে ১৮ দলীয় জোটের ৪৮ ঘণ্টা হরতালর শেষ দিন চলছে।