সাবিনা-রুনা লায়লা আবারো একসঙ্গে

নাটকের গানে প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছেন দেশের প্রখ্যাত দুই সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন।
সম্প্রতি রুনা লায়লা গানটিতে কণ্ঠ দিয়েছেন। এর আগেই গানটিতে কণ্ঠ দিয়ে রেখেছিলেন সাবিনা ইয়াসমিন।
ফারিয়া হোসেন রচনা ও আরিফ খানের পরিচালনায় ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিক নাটকে গানটি ব্যবহৃত করা হবে। এর সুর ও সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।
গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, “বড় শিল্পীর সঙ্গে গান গাওয়াটা খুব আনন্দের। আমাদের দেশে গায়িকাদের দ্বৈত গান খুব একটা হয় না। হলে হয়তো রুনা লায়লার সঙ্গে আমার আরও গান করা হত।”