সাকিব আবার ও মাঠে ফিরলেন
আঙুলের ব্যথা সেরে গেছে। হয়ে গেছেন ম্যাচ খেলার মতো ফিটও। ফলে লটারিতে সাকিবকে দলে পেয়েও না খেলাতে পারার আক্ষেপ দূর হলো কলাবাগান ক্রীড়া চক্রের।
কয়েক সপ্তাহ মাঠের বাইরে থেকে সোমবার নিজের ক্লাব কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে খেলতে নামছেন সাকিব।
সোমবারের ম্যাচে খেলাঘরের বিপক্ষে বিকেএসপিতে সাকিব আছেন কলবাগানের একাদশে।
প্রথমবার অনুষ্ঠেয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে এসেছেন সাকিব। সেখানেই অনুশীলনের সময় হাতের আঙুলে আঘাত পান তিনি। ফলে প্রিমিয়ার লিগের প্রথম পাঁচ রাউন্ডে মাঠে নামতে পারেননি সাকিব।