সরে গেলেন নাদাল শিকারি ডার্সিস
সদ্য ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড গড়ে উইম্বলডনের কোর্টে নেমেছিলেন রাফায়েল নাদাল। অথচ স্প্যানিশ পঞ্চম বাছাই হেরে গেলেন ১৩৫ নম্বর খেলোয়াড় স্টিভ ডার্সিসের কাছে। নাদালকে প্রথম রাউন্ডে বিদায় করে হইচই ফেলে দেওয়া এই বেলজিয়ান অবশ্য কাঁধে গুরুতর চোট পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডে তাই নামছেন না নাদাল শিকারি।
বুধবার ডার্সিসের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা,‘আমরা এই মাত্র খবর পেলাম, ডান কাঁধের চোটের কারণে লুকাজ কুবোতের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন ডার্সিস।’
দিনের শুরুতে ডার্সিসের কোচ রেজিনাল উইলেমস জানান, প্রথম রাউন্ডের ম্যাচে চোটটি পেয়েছিলেন। তাই খেলা নিয়ে ছিল চরম সংশয়,‘৯৯ ভাগ নিশ্চিত ছিলাম যে স্টিভ দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবে না। এটাই খেলা। ক্যারিয়ারের সেরা মুহূর্তটা শেষ হলো চরম হতাশায়।’