সরকার শেয়ারবাজার স্বাভাবিক করতে আন্তরিক: অর্থমন্ত্রী
শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘শেয়ারবাজার মনিটরিং করা হচ্ছে। সরকার শেয়ারবাজার স্বাভাবিক করতে আন্তরিক। সেই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের অধিকার রক্ষায়ও সচেষ্ট।’
শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলায় একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের জন্য জমি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জনকল্যাণের রাজনীতি করে। নির্দিষ্ট সময়েই আমাদের সরকার পদত্যাগ করবে ।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এবং সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, দোহার-নবাবগঞ্জ এলাকায় গত চার বছরে বিরোধী দলের ওপর কোনো ধরনের নির্যাতন হয়নি। দোহারে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার করার জন্য অর্থমন্ত্রী জায়গা পরিদর্শনে এসেছেন। আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব।