Published On: Wed, Aug 21st, 2013

শানিয়েরা টমসনকে বিয়ে করেছেন ওয়াসিম আকরাম

Share This
Tags

imagesগত মাসে হাঁটু গেড়ে মেলবোর্নের বাসিন্দা শানিয়েরাকে বিয়ের প্রস্তাব দেন আকরাম। বিয়ে হয় ১২ অগাস্ট।

পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোকে আকরাম বলেন, “গত সপ্তাহে লাহোরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমি শানিয়েরাকে বিয়ে করেছি। আমার, আমার স্ত্রী এবং আমার সন্তানদের নতুন জীবন শুরু হয়েছে।  শানিয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমাদের ভাষা (উর্দু) শিখছে। তার সঙ্গে আমার ছেলেদের খুবই আন্তরিক সম্পর্ক।”আশা করি পাকিস্তানের মানুষ ও আমার বন্ধুরা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার ভক্তরা আমাদের আশীর্বাদ ও সমর্থন জানাবে।”

২০০৯ সালে ৪৭ বছর বয়সে আকরামের প্রথম স্ত্রী হুমা মারা যান। পাকিস্তানের সাবেক অধিনায়কের ১৫ ও ১২ বছর বয়সী দুটি ছেলে আছে।

 

Leave a comment

You must be Logged in to post comment.