Published On: Wed, Jun 5th, 2013

লাক্স তারকা মেহজাবিন সড়ক দুর্ঘটনায় আহত

Share This
Tags

lux photo shundori mehjabin - 5

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন পুরোপুরি বিশ্রামে আছেন ২০০৯ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে একটি ফটোশ্যুটে অংশ নিতে যাওয়ার সময় বনানী ১১ নম্বর সড়কে এক গাড়ি দুর্ঘটনায় আহত হন তিনি। এতে মেহজাবিনের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে মুখে ও শরীরের কয়েকটি স্থানে আঘাত পান মেহজাবিন। মেহজাবিন সাংবাদিকদের বলেন, ‘ফটোশ্যুটে অংশ নিতে ধানমন্ডিতে যাওয়ার পথে বনানীতে পেছন দিক থেকে আসা একটি গাড়ি আমার গাড়িটিকে ধাক্কা দেয়। এতে আমি আহত হই, আমার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। এরপর গুলশান ল্যাবএইডে প্রয়োজনীয় চিকিত্সা সেবা নিয়ে বাসায় চলে আসি। চিকিত্সক আমাকে তিন দিনের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। আজ বুধবার এক্সরে প্রতিবেদন হাতে পাওয়ার কথা। তারপর সে অনুযায়ী পরবর্তী চিকিত্সাসেবা নিতে হতে পারে।

Leave a comment

You must be Logged in to post comment.