‘রুপ গাওয়াল’ মুক্তি পাচ্ছে ৩১ মে
জীবনের প্রথম সিনেমা ম্যাডাম ফুলির মাধ্যমে চলচ্চিত্রে এসে শুরুতেই হইচই ফেলে দিয়েছিলেন সিমলা।ব্যবসায়িক সাফল্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সবই পান সিমলা অভিষেক জমজমাট হলেও চলচ্চিত্রে আর নতুন করে আলো ছড়াতে পারেন নি তিনি।
তবে এতো কিছুর পরেও নতুন করে জ্বলে ওঠার স্বপ্ন দেখছেন সিমলা। আগামী ৩১মে মুক্তি পেতে যাচ্ছে সিমলা ও নিলয় অভিনীত ছবি‘রুপ গাওয়াল’।
সিনেমাটিতে শিমলা পাহাড়ী মেয়ে নীরুতার চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, “আমার বিশ্বাস রূপগাওয়াল সিনেমার মাধ্যমে আমি আবার দর্শকদের মাঝে আলো ছড়াবো।”
‘শিকড় গল্পচিত্র’ প্রযোজিত এবং হাবিবুর রহমান হাবিব পরিচালিত এ সিনেমাটি গত ২৮ মার্চ বিনাকর্তনে ছাড়পত্র পায়। চলচ্চিত্রটি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে দেশের অর্ধশত সিনেমাহলে মুক্তি পাবে।
সিমলা ছাড়াও রূপগাওয়ালের প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন- সুপার হিরো নিলয়, চম্পা, মাসুম আজিজ, দেবাশীষ রায়, আনোয়ার শাহী।
আলী আকবর রূপু ও নূর পলাশের সঙ্গীত পরিচালনায় ছবিটিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ।