Published On: Wed, Dec 20th, 2017

রাবিতে বিজ্ঞান উৎসব শুরু

Share This
Tags

rরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব-২০১৭’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে বুধবার সকাল ৯টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই উৎসব শুরু হয়।

উৎসবে ক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান ও সদস্য ইশরাত জাহানের সঞ্চালনায় এবং ক্লাবের সভাপতি নূর-ই-ইশরাত হোসেনের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এতে বিশেষ অতিথি এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বপন কুমার রায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা স্বপন কুমার রায় ক্লাবের জন্য ১ লাখ টাকা অনুদানের একটি চেক হস্তান্তর করেন। এছাড়া অতিথিবৃন্দ বিজ্ঞান বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে তারা সায়েন্স ফিয়েস্টাতে অংশগ্রহণকারীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী পরিদর্শন ও উদ্ভাবকদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে কথা বলেন। 

এসময় অন্যান্যের মধ্যে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উৎসবে রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ জন বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী ও উদ্ভাবক অংশ নেয়।

প্রতিযোগিরা বিজ্ঞান অলিম্পিয়াড, রুবিক কিউব সমাধান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক আলোচনা, পোস্টার প্রদর্শনী ও উদ্ভাবনী বিপনণে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।