Published On: Mon, Apr 15th, 2013

রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে বরণ করা হলো বাংলা নতুন বছরকে!!!

Share This
Tags

Pohela Boishakh-1420 -4বাংলাদেশে চরম এক বৈরি রাজনৈতিক পরিবেশের মধ্যে নববর্ষ উদযাপনের সমস্ত প্রথাই পালিত হয়েছে।

প্রতিবারের মতোই রাজধানী ঢাকায় বর্ষবরণ শুরু হয় ভোর বেলায় রমনা বটমূলে ছায়ানটের পরিবেশিত সঙ্গীত দিয়ে।তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে।

বৈশাখ উদযাপনে দেশের রাজনীতির প্রতিফলনও অনেকটাই ছিল। বিরোধী বিএনপি পল্টনে একটি সমাবেশ করেছে।অন্যদিকে শাহবাগে গণজাগরণ মঞ্চের আয়োজকরাও সমাবেশ করেছেন।

তবে সব কিছুর মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করতে লাখো মানুষের ঢল নেমেছিল রমনাসহ সারা দেশের বিভিন্ন উৎসব স্থানে।

Leave a comment

You must be Logged in to post comment.