রাজধানীতে ট্রেন দুর্ঘটনা, নিহত ১, তদন্ত কমিটি গঠন
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় আসলে দুটি বগি লাইনচ্যুত হয়।এর একটি বগির কন্টেইনার রেললাইনের পাশের বস্তির কয়েকটি ঘরের ওপর আছড়ে পড়লে এ সময় ঘরে থাকা মজিবুর রহমান (৪৫), তার শিশুসন্তান জাহিদুলসহ (৩) ছয়জন আহত হয়।গুরুতর আহত মজিবুরকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে।আহতদের মধ্যে তিনটি শিশু ও একজন নারী রয়েছেন।দুর্ঘটনার চার ঘন্টা পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলের প্রধান বিভাগীয় কর্মকর্তা (ঢাকা) মো. সালাউদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ।তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, ঢাকা বিভাগীয় প্রকৌশলী মো. আরমান হোসেন, বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ট্রান্সফার) মো. জাকারিয়া এবং বিভাগীয় প্রকৌশলী (ক্যারেজ) মো. সেলিম। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।