রাজধানীতে কলেজ ছাত্রীকে পিটিয়ে হত্যা
প্রেমের প্রতিদান দিতে জীবন দিতে হল কলেজ ছাত্রী মনিরা আক্তারকে (২০)। ভালোবেসে বিয়ে করায় শ্বশুরবাড়ির আক্রোশে প্রাণ হারাতে হয়েছে তাকে।
রাজধানীর খিলক্ষেতের বড়ুরা পূর্ব পাড়ায় মনিরাকে পিটিয়ে হত্যা করেছে তার শ্বশুরবাড়ীর লোকজন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বোন হাবীবা জানান, চার বছর প্রেমের পর গত ১৭ জুন পরিবারকে না জানিয়ে কোর্টে বিয়ে করে নাসিরউদ্দিন ও মনিরা আক্তার। পরিবারের ভয়ে তারা দু’একদিন বাসায় না ফিরে বন্ধুবান্ধবের বাড়িতে থাকে। শুক্রবার সকালে নববধু মনিরাকে নিয়ে নিজের বাড়িতে উঠেন নাসির। এ সময় মনিরাকে বেধড়ক মারধর করে নাসিরের ছোট ভাই মাসুদ বোন হাসিনা, ভগ্নিপতি মিলন, ফুফু মনোয়ারা। এতে সে অচেতন হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন স্থানীয় বালুর মাঠে তাকে ফেলে রেখে যায়।
এরপর নাসির তার নববধুকে উদ্ধার করে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মনিরা মারা যান।
এ ঘটনায় মনিরার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানান নিহতের বোন হাবীবা।
নাসিরউদ্দিন নিকুঞ্জ মডেল কলেজের ২য় বর্ষের ছাত্র এবং মনিরা ছিলেন ওই কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।