Published On: Sat, Jul 27th, 2013

যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই !!

Share This
Tags

1479যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন… যথার্থভাবেই ‘ছাই উড়িয়ে অমূল্য রতন’ খুঁজে পেলেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এক দম্পতি। ডাস্টবিন হাতরে তারা খুঁজে পেলেন এক মিলিয়ন ডলারের লটারির টিকিট।

জানা যায়, দেশটির উত্তর অ্যাটালবরোর জোসেফ-জোয়ান্নে জাগামি দম্পতি বাজার করতে করতে খেয়ালেরবশেই পাঁচ ডলার দিয়ে কিনে ফেলেছিলেন একটা লটারির টিকিট টিকিটটিকে একটা বাজারের ব্যাগে ভরে বাড়ি ফিরে আসেন তারা।

এরপর দুজনেই বেমালুম ভুলে যান টিকিটটার কথা। পরের দিন জোসেফ তার স্ত্রীকে টিকিটটার কথা জিজ্ঞেস করলে হুঁশ ফেরে দু`জনের। বহু খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত বাড়ির ডাস্টবিন হাতরে ফেলে দেয়া বাজারের ব্যাগের মধ্যে উদ্ধার হয় টিকিটটা।

সেই টিকিটটিই স্ক্র্যাচ করেই তারা পেয়েছেন মিলিয়ন ডলার পুরস্কার। গত বুধবার জাগামি দম্পতি তাদের সেই পুরস্কারের অর্থ দাবি করেছেন ম্যাসাচুসেটস লটারি কমিশনের কাছে।

আয়করের টাকা বাদ দিয়ে জাগামি দম্পতির পকেটে এখন ৬ লাখ ৫০ হাজার ডলার। সব ধার মিটিয়ে এই টাকায় তারা এখন লম্বা ছুটির স্বপ্নে বিভোর।

Leave a comment

You must be Logged in to post comment.