ম্যাডোনার অসম প্রেম
তাঁর বয়স দুই দিয়ে ভাগ করলে যা হয়, তার চেয়েও কম বয়সী এক তরুণের সঙ্গে নাকি প্রেম করছেন ম্যাডোনা। ৫৫ বছর বয়সী পপসম্রাজ্ঞীর প্রেমিকের নাম টিম স্তেফেনস। ২৬ বছর বয়সী স্তেফেনস পেশায় নাচ-নির্দেশক।
গত জানুয়ারি থেকেই এই দুজনকে হাতে হাত আর চোখে চোখ রাখতে দেখা যাচ্ছে। সংবাদমাধ্যমের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে ম্যাডোনার মুখপাত্র অবশ্য দাবি করেছিলেন, দুজনের মধ্যে শুধুই বন্ধুত্ব। তবে থিতিয়ে পড়া গুঞ্জনটি আবারও উথলে উঠেছে গত সোমবার দুজনকে আবারও একসঙ্গে নিউইয়র্কের ব্রডওয়েতে দেখার পর।