মোহামেডান ফাইনালে
আবাহনীকে মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডান ১-০ গোলে আবাহনীকে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রথমার্ধের ৩২ মিনিটে বুকিনা ফাসোর মিডফিল্ডার জোঙ্গোর গোলটিই শেষ অবধি ফল নির্ধারণ করে দেয়। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে অবশ্য মোহামেডানের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল আবাহনী। কিন্তু কৌশলগতভাবে মোহামেডান পদে পদেই টেক্কা দিয়েছে তার জাত-শত্রুকে। ম্যান টু ম্যান মার্কিং কিংবা জোনাল মার্কিংয়ে মুন্সিয়ানার কারণেই তুলনামুলক কম সুযোগ সৃষ্টি করেও দিন শেষে বিজয়ী দলটার নাম মোহামেডানই।
যে রক্ষণের দুর্বলতা মোহামেডানকে ভুগিয়েছে, আজ স্বাধীনতা কাপের সেমিতে সেই রক্ষণই ছিল মূল ভরসা। বিশেষ করে দুই বিদেশি খেলোয়াড় হেনরি আর বেইবেক যেন আজ গড়েছিলেন দুর্ভেদ্য প্রাচীর। সেই প্রাচীর ভেদ করার ক্ষমতা থাকলেও আজ সেই ক্ষমতা প্রয়োগে যারপরনাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওসেই মরিসন, লিওলিনদো সুয়ারেজ কিংবা আউডু ইব্রাহিমরা।
হেনরি ও বেইবেকের পাশাপাশি আজকের ম্যাচে মোহামেডানের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়ক হেমন্ত ভিনসেন্ট। সম্প্রতি জাতীয় দলে সুযোগ পাওয়া এই মিডফিল্ডার যে এদেশের ফুটবলের আগামী দিনের তারকা হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন তার প্রমাণ তিনি রেখেছেন আজ আবাহনীর বিপক্ষে। তাঁর বাড়িয়ে দেওয়া বলেই ৩২ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করেন জোঙ্গো। মধ্যমাঠে তিনিই আজ ছিলেন মোহামেডানের শক্তি।