মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা
গত ১৬ জুন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দেড় শতাধিক ক্রিকেটার একসঙ্গে আলোচনায় বসে আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগ বর্জনের সিদ্ধান্ত নেন। সেখানে জাতীয় দলের ক্রিকেটাররাও সম্পৃক্ত ছিলেন। তাদের পক্ষ্যে বর্জনের ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
বিতর্ক পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের। প্রিমিয়ার লিগের গ্রেডিং পদ্ধতি নিয়ে এবার মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা।
কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল লীগ বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লীগ নিয়ে নতুন নিয়ম চালু করছে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা না করেই। বিশেষ করে আমরা ক্রিকেটের স্বার্থে গ্রেডিং পদ্ধতি মেনে নিলেও রোটেশন পদ্ধতিতে দল বাছাই প্রক্রিয়া কোনভাবেই মানতে পারছি না।’
অন্যদিকে ক্রিকেটারদের এমন ঘোষণার পর বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের কাছে এখনও ক্রিকেটাররা কোন রকম অনুষ্ঠানিক দাবি জানায়নি। তাই তাদের কাছ থেকে সরাসরি কোন কিছু জানার আগ পর্যন্ত কোন মন্তব্য করতে পারি না। তবে আমরা বিষয়টা সংবাদ মাধ্যমের কাছ থেকে জেনেছি। তবে আমরা দাবিগুলো পেলে তা আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্ঠা করবো।’