মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৩৭

মালয়েশিয়ার পাহাং রাজ্যের জেনতিং পাহাড়ি এলাকায় গতকাল বুধবার যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।যাত্রীবাহী বাসটি গতকাল বিকেলে জেনতিংয়ের কাছ দিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে ছিটকে ২০০ ফুট নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের শতাধিক সদস্য, পুলিশ এবং চিকিত্সা কর্মকর্তারা। বাসটি অনেক বেশি গভীরে পড়ে যাওয়ার কারণে উদ্ধারকর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। রশি ও ক্রেন দিয়ে উদ্ধারকাজ চালাতে হচ্ছে। গতকালের দুর্ঘটনাকে মালয়েশিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে মনে করা হচ্ছে।