Published On: Sat, Sep 7th, 2013

মালদ্বীপে ক্যু পরবর্তী নির্বাচন চলছে

Share This
Tags

4426199339_e4185269d2মালদ্বীপে ক্যু পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত চলছে। ১৮ মাস আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নশিদের বিরুদ্ধে ক্যু করে দেশটির পুলিশ বাহিনী। ক্যু পরবর্তীতে দেশটির ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ।

টেলিভিশনে এক বিদায়ী ভাষণের মধ্য দিয়ে ক্ষমতা থেকে নেমে যান নশিদ। তার এবং তার পরিবারের জীবন সংশয়ের হুমকিতেই তিনি ক্ষমতা ত্যাগ করেছেন বলে পরবর্তীতে তিনি বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলেন।

এবারের নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রার্থিতা করছেন। প্রার্থীদের মধ্যে আছে প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নশিদ,পর্যটন ব্যবসায়ী গাছিম ইব্রাহিম এবং সাবেক শাসক মামুন আবদুল গাঈয়ুমের সৎভাই আবদুল্লাহ ইয়ামিন।

যদি শনিবারের মধ্যে মোট ভোটারের ৫০ শতাংশ ভোট প্রদান না করে তবে আগামী ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন। কোনো প্রকার সহিংসতার খবর পাওয়া যায়নি।

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশেই হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

Leave a comment

You must be Logged in to post comment.